BLANTERTOKOv102
3249166944507073583

পাগলা হাওয়ার বাদল-দিনে

শিরোনাম: পাগলা হাওয়ার বাদল-দিনে
শিল্পী: আবিদ

কথা: রবিন্দ্রনাথ ঠাকুর
অ্যালবাম: তারুন্যের জয়গান















পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥



ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে॥



বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।



যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।



পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥

Detail Pemesanan

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগলা হাওয়ার বাদল-দিনে
Jumlah: : :
Sub-Total :

*Belum termasuk Ongkos kirim

check_circle_outline Comments