এবার ঈদের অ্যালবাম ‘এক জীবন-২’
গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতা প্রিয় হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটি সহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শহীদের এ অ্যালবামের নাম ‘এক জীবন-২’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।
‘এক জীবন-২’ এর ১০ টি গানের লিষ্ট:
- ১. এক জীবন-২
- ২. চলো দু'জনে হারাই
- ৩. সখি তোরা
- ৪. কর্ণফুলী
- ৫. যতনে
- ৬. জেনে নিও
- ৭. খোল খোল
- ৮. ধ্রুবতারা
- ৯. মেয়ে তুমি
- ১০. পূর্ণতা
এবং একটি Instrumental
।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।