Jodi Mon Kade (যদি মন কাঁদে গানের লিরিক্স শাওন) By Shawon
Song Title : Jodi Mon Kade (যদি মন কাঁদে)
Artist : Shawon (শাওন)
Album/Film : চল বৃষ্টিতে ভিজি
যদি মন কাঁদে,
তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
যদি কোমলও শ্যামলও ছায়।
চলে এসো, তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়...
যদিও তখন আকাশ থাকবে বৈরী,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়...
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..
চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়...লিরিক্স নেওয়া হয়েছে : Humayun Ahmed পেজ থেকে
Detail Pemesanan
Jodi Mon Kade (যদি মন কাঁদে গানের লিরিক্স শাওন) By Shawon
Jumlah:
:
:
Sub-Total :
*Belum termasuk Ongkos kirim
check_circle_outline Comments