Hariye Fela Bhalobasha Lyrics (হারিয়ে ফেলা ভালোবাসা গানের লিরিক্স) By Habib Wahid
Title : Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা)
Artist : Habib Wahid
Album : Unreleased
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে
কি যে ব্যাথা আকুলতা
এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে
বেধে তোমায় পেলো ব্যাথা
সেই স্পর্শের গভীরতা যে ভাষা
তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
ভাবোনা, কভুনা, হবেনা তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ে বলো তা
তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
Detail Pemesanan
Hariye Fela Bhalobasha Lyrics (হারিয়ে ফেলা ভালোবাসা গানের লিরিক্স) By Habib Wahid
Jumlah:
:
:
Sub-Total :
*Belum termasuk Ongkos kirim
check_circle_outline Comments